সাদিয়া রহমান মৌ। খেলাধুলার উর্বর জেলা নড়াইলের আরেক কৃতি সন্তান। সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে এককসহ টেবিল টেনিসে (টিটি) তিন সোনা জিতেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপেও আছে ভূরি ভূরি পদক। এমন এক কন্যার মা হয়েও অনিশ্চয়তা পেয়ে বসেছে শাহনাজ পারভিনকে।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন নেপাল এসএ গেমসে স্বর্ণপদকজয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়া। একই আসরে জবির আরেক শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম স্বর্ণপদক জিতেছেন।